শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৮ মে ২০২৪ ১৪ : ০৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এরাজ্যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে অধীর চৌধুরির যতই বিরোধ হোক না কেন, সর্বভারতীয় ক্ষেত্রে মমতার পাশেই কংগ্রেস হাইকমান্ড। শনিবার এক সাংবাদিক সম্মেলন থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দেন, হয় হাইকমান্ডের কথা মানতে হবে, তাঁদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, না হলে বাইরে যেতে হবে।
শনিবার খাড়গে, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে-সহ ‘ইন্ডিয়া’র নেতারা লখনউয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই প্রশ্নের জবাবে খাড়গে বলেন, মমতা ব্যানার্জি প্রথমে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন। বাইরে থেকে সমর্থন কোনও নতুন বিষয় নয়। প্রথম ইউপিএ সরকারে বামেরাও বাইরে থেকে সমর্থন করেছিলেন। কিন্তু তার পরেও মমতার আরও একটি বিবৃতি এসেছে। যাতে স্পষ্ট যে, তিনি ‘ইন্ডিয়া’য় আছেন এবং সরকার গঠিত হলে তিনি তাতে শামিল হবেন।
লোকসভা ভোটের প্রচারে গিয়ে গত বুধবার মমতা বলেছিলেন, ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলায় আমার মা-বোনেদের ১০০ দিনের কাজে কোনও দিন অসুবিধা না-হয়।